অবশ্যই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে: জাতিসংঘ

অবশ্যই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে: জাতিসংঘ


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা হামলা চালাচ্ছেন ইসরাইলিরা। দিয়ের আল-বালাহ’তে এমন হামলায়
কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ওদিকে গাজায় আক্রমণ বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়
বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের সিনিয়র নেতারা।
৭ অক্টোবর থেকে হামলায় গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৬,২৪৮।
এ অবস্থায় দখলীকৃত ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিউর আলবানিজ বলেছেন, গাজায় নিরীহ
মানুষের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। তাদের এই হত্যাযজ্ঞকে সমর্থন করা যায় না। এটা পুরো উন্মাদনা
ছাড়া কিছু না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তার সঙ্গে শেয়ার
করেছেন গাজার ভয়াবহ ভিডিও ফুটেজ। তাতে দেখানো হয়েছে ফিলিস্তিনি মৃত নবজাতকদের। দেখানো হয়েছে
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুরা কীভাবে মেঝেতে পড়ে আছে।
তিনি লিখেন, হাসপাতালগুলো আর কার্যকর নেই। কোনো চিকিৎসা নেই। এ বিষয়টি ব্যাখ্যা করার কোনো ভাষা
নেই।
ওদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে ফিলিস্তিনের জাতিসংঘ মিশন। ইসরাইল
আন্তর্জাতিক আইন মানছে না এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এতে বলা
হয়েছে, আইন নিয়ে অব্যাহতভাবে মস্করা করতে ইসরাইলকে অনুমতি দিতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়।
নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করছে ইসরাইল। এটি কীভাবে মেনে নিতে পারে পরিষদ?

উল্লেখ্য, ১৫ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে গাজায় জরুরি ভিত্তিতে এবং
সম্প্রসারিত সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে আইনগতভাবে বাধ্য যুদ্ধবিরতি মানতে নিজের শক্তি ব্যবহার করতে হবে নিরাপত্তা পরিষদকে।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *