ছবি: অনলাইন থেকে সংগৃহীত
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা জনপ্রিয় টেলিভিশন নাট্য অভিনেতা ওয়ালিউল হক রুমি সোমবার ঢাকার একটি
বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ভাগ্নে ফয়সাল
আহমেদ।
দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশে ফিরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
ওয়ালিউল হক রুমি বিটিভির জনপ্রিয় নাটক ‘কোন কানন ফুল’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়। এরপর অনেক নাটকে
অভিনয় করেছেন। ‘এখনো ক্রীতদাস’ সহ জনপ্রিয় মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। 2009 সালে “ডরিয়াপারের দৌলোটি”
চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক হয়।
রুমি বরিশালের বাসিন্দা। সেখানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে
গেছেন। তার সর্বশেষ নাটক ‘বকুলপুর’ বর্তমানে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত