
ছবি: অনলাইন থেকে সংগৃহীত
উড়ন্ত বিমানে যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি কার্গো বিমানের
ইঞ্জিনে মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। তবে জরুরি অবতরণের কারণে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই বিমানে থাকা সব
আরোহীরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়। রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭–৮ কার্গো বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে
যাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন লেগে যায়। উড়তে থাকা ওই বিমান থেকে বের হতে থাকে আগুনের লেলিহান শিখা।
অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান উড্ডয়নের পর পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে
পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এতে কারও
তেমন কোনো ক্ষতি হয়নি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত