আজ প্রচার হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’

আজ প্রচার হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন একটি মেগা নাটক ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প “দেনা
পাওনা” অবলম্বনে এই সিরিয়ালটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির।

‘দেনা পাওনা’ ছবিতে নবাগত তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তানভিন সুইটি,
মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন এবং মনির আহমেদ শাকিলকে।

আহমেদ খান হীরক ও আফিফা মহসিনা অরণি যৌথভাবে নাটকটির চিত্রনাট্য করেছেন এবং সংলাপ লিখেছেন আলভী সরকার।
প্রজেক্টের লাইন প্রডিউসার লুৎফুন নাহার মৌসুমী।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন উচ্চ শিক্ষিত যুবক ইরফান ও বুবলি পারমিতাকে ঘিরে। তারা বিয়ে করে চিরকাল একসাথে
থাকার স্বপ্ন দেখে। কিন্তু, দুই পরিবারের আর্থ-সামাজিক দূরত্ব তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা পেরিয়ে
ইরফান কি পারবে পারমিতাকে উপযুক্ত মর্যাদা দিতে?

“দেনা পাওনা” প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা এবং রাত সাড়ে ১০টায়। এছাড়া নাটকটি দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল এবং
ওটিটি প্ল্যাটফর্ম দীপতো প্লে-তেও পাওয়া যাবে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *