আজ ৭ম মৃত্যুবার্ষিকী লাকী আখন্দের

আজ ৭ম মৃত্যুবার্ষিকী লাকী আখন্দের

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
আজ (২১ এপ্রিল ২০২৪) দেশের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত রচয়িতা লাকী আখন্দের ৭ম মৃত্যুবার্ষিকী।
১৮ জুন ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী এই প্রখ্যাত শিল্পী সারগামের ব্যানারে ১৯৮৪ সালে স্ব-শিরোনামের একক অ্যালবাম
“লাকি আখন্দ” দিয়ে তার পেশাদার সংগীত জীবন শুরু করেন। সেই অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হল “আগে
জোড়া মানুষ”, “অময় দেখা”, “মামনিয়া”, “এই নীল মনিহার” এবং “হৃদয় আমার”। এছাড়াও তিনি “আবার এলো যে
সোনা”, “কে বাশি বাজাইরে”, “সাধিনোটা তোমাকে নিয়ে”, “পাহাড়ী ঝর্ণা”, “নীল নীল শারি পোরে” এবং “হটহাট কোরে
বাংলাদেশ” সহ অনেক জনপ্রিয় হিট গান রচনা করেছেন।
১৯৮৭ সালে তার ছোট ভাই হ্যাপি আখন্দের মৃত্যুর পর লাকী আখন্দ তার কর্মজীবন বন্ধ করে দেন। এক দশক পর ১৯৯৮
সালে “পরিচয় কোবে হবে” এবং “বিতৃষ্ণা জীবন আমার” নামে দুটি অ্যালবাম দিয়ে তিনি ফিরে আসেন।

“পরিচয় কোবে হবে” ছিল তার দ্বিতীয় একক অ্যালবাম এবং তার ভাই হ্যাপি আখন্দের একক অ্যালবামের রিমেক। “বিতৃষ্ণা
জীবন আমার” ছিল একটি ব্যান্ড এবং আধুনিক মিক্স অ্যালবাম। এই অ্যালবামে একসঙ্গে গান গেয়েছেন ছয় শিল্পী জেমস,
আইয়ুব বাচ্চু, হাসান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও সামিনা চৌধুরী।
২০১৭ সালের ২১ এপ্রিল লাকী আখন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *