ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
কাতারের মধ্যস্থতায় শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের
সাময়িক যুদ্ধবিরতি। হামাসের কাছে থাকা জিম্মি মুক্তিসহ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে
যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।
এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর লক্ষ্যে আলোচনা করতে ইসরাইল সফরে গেছেন
কাতারের একটি প্রতিনিধিদল।
স্থানীয় সময় যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শনিবার (২৫ নভেম্বর) ইসরাইল সফরে যায় দলটি। খবর টাইমস অব
ইসরাইলের।
প্রতিনিধিদলটি কাতারের মধ্যস্থতায় চুক্তি ও সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে। এদিকে বিভিন্ন
গণমাধ্যম জানিয়েছে, জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করতে চলমান যুদ্ধবিরতি আরও বাড়াতে একমত হয়েছে দুই
পক্ষ।
এ ছাড়া একই কথা বলছে মিশর। আলজাজিরার প্রতিবেদন মতে, দেশটির স্টেট ইনফরমেশন সার্ভিসের
(এসআইএস) প্রধান দিয়া রাশওয়ান শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির
বিষয়টি নিয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে সব পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে কায়রো
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত