আলোচনা সভা মালেশিয়া বাংলাদেশ দূতাবাসে

আলোচনা সভা মালেশিয়া বাংলাদেশ দূতাবাসে

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার হাইকমিশনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন
হাইকমিশনের প্রথম সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ।

আলোচনা সভায় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সুদূরপ্রসারী ও বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে দেশের সংবিধান প্রণয়ন বাঙালির জাতীয়
জীবনে তাৎপর্যপূর্ণ ঘটনা।’

তিনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণে জাতীয়
সংবিধান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাইকমিশনের কর্মকর্তা-
কর্মচারীরা অংশ নেন। সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত
আন্তর্জাতিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *