ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বাংলা গানের নন্দিত ৮ জন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আগুন, শাফিন
আহমেদ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার নিয়ে গান বেঁধেছেন গীতিকবি আসিফ ইকবাল। ৮ গানের এই বিশেষ অ্যালবামের
নাম ‘ঐশ্বর্য’। এটি প্রকাশ করতে যাচ্ছে গানচিল মিউজিক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন শাহবাজ খান
পিলু, মীর মাসুম ও কিশোর দাস।
আসিফ ইকবাল বলেন, ‘বাংলা গানের ইতিহাস যখন লেখা হবে, তখন এই মানুষগুলোকে আমাদের গানের ঐশ্বর্য হিসেবে ধরা
হবে। সেই ভাবনা থেকেই তাদের নিয়ে এই অ্যালবাম করা এবং নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া। এই নন্দিত শিল্পীদের
ব্যাপারে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের আরও আগ্রহী করে তোলা এবং পুরনো শ্রোতাদের নস্টালজিয়ার একটা সুবাতাস
বইয়ে দেবার লক্ষ্যে এই অ্যালবামটির উদ্যোগ নিয়েছিলাম।’
গানগুলোর শিরোনাম এমন- আজ কী ভেবে, আমার এ গান, আর কোনও অনুতাপ নেই, এ জীবনের পথে পথে, অন্ধ আবেগ,
অন্দর-বাহির, পিছু না ফিরে ও ভোরের সূর্যালোক।
৯ মে থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে গানগুলো।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত