ইংলিশ তারকা গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত

ইংলিশ তারকা গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ফুটবলার হামজা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে গ্রেফতার করেছে ইংল্যান্ডের পুলিশ। এমনটি
জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 
গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর
অপরাধে হামজাকে গ্রেফতার করে পুলিশ। 
পুলিশ জানিয়েছে, মাত্রাতিরিক্ত মদপান করে গাড়ি ড্রাইভ করছিল হামজা। তার গাড়িটি থামানোর পর শ্বাসের নমুনা দিতে
অস্বীকার করেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে গ্রেফতার করা হয়েছে। 
ঘটনার পর হামজাকে নিঃশর্ত জামিনও দেওয়া হয়। তবে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজিরা
দিতে হবে।
এ ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে
চ্যাম্পিয়নশিপে। 

হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। 
২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। লেস্টার থেকে সপ্তাহে প্রায় ৭০ লাখ টাকা বেতন পান। ২০১৫ সালে
দলটির হয়ে প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *