ছবি: অনলাইন থেকে সংগৃহীত
শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)
বসন্তকালীন সেমিস্টার ২০২৪ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, ভালো আইনজীবী হওয়ার জন্য কঠিন অধ্যবসায় পরিশ্রম করতে হবে ও
বিনয়ী হতে হবে। সেইসাথে প্রতিদিন পড়াশোনা করার এবং আইন বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। আইনজীবীদের
আত্মবিশ্বাস ও সাহসিকতার সাথে কাজ করে যেতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শবান
আইনজীবীদের ভূমিকা অনন্য।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, ভালো আইনজীবী হওয়ার জন্য কঠিন অধ্যবসায় পরিশ্রম করতে হবে ও
বিনয়ী হতে হবে। সেইসাথে প্রতিদিন পড়াশোনা করার এবং আইন বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। আইনজীবীদের
আত্মবিশ্বাস ও সাহসিকতার সাথে কাজ করে যেতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শবান
আইনজীবীদের ভূমিকা অনন্য।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায়, নিষ্ঠ ও বিজ্ঞ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে তোমাদের। এই
অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। ইউআইটিএসের আইন বিভাগ আদর্শবান বিজ্ঞ আইনজীবী
তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তোমরা যারা তিলে তিলে সাধনা, ত্যাগ-
তিতিক্ষা, পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে জীবনের আরাধ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছ তারা জীবনে সফল হতে
পারবে। একজন মানুষ জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে সে প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রসিদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান
ভুঁইয়া।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত