ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হামলা

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হামলা


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
প্রধান তেল বন্দরে দুটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। শনিবার ইয়েমেনের হুথি
গোষ্ঠীর আল-মাশিরা টেলিভিশনে এ তথ্য জানানো হয়। এদিনের হামলা দেশটির প্রধান তেল বন্দর
রাস ইসাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা
ঘটেছে- তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে শুক্রবার এডেন উপসাগরে ব্রিটেনের এক তেলবাহী ট্যাঙ্কারে হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা
চালায়। এতে ওই তেলবাহী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। 
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আগের দিন সন্ধ্যায় ইয়েমেনের নৌবাহিনীর ছোড়া
ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্রিটিশ তেল ট্যাঙ্কার মার্লিন লুয়ান্ডা ক্ষতিগ্রস্ত হয়েছে। 
শুক্রবারের এই হামলার পর মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটির ডানপাশে আগুন লেগে যায়।
শনিবারও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু
রয়েছেন। জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হুথিদের হামলার প্রায় আট ঘণ্টা পর শনিবার ভোরে হুথিদের একটি
জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *