এবার পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয়

এবার পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয়


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সোমবার (১৫ জানুয়ারি) ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন পেছনে ফেলে এ
খেতাব জিতেন মাত্র ২২ বছর বয়সী এই সুন্দরী। পাইলট থেকে মিস আমেরিকা ২০২৪-এর মুকুট জিতে নিলেন
মার্শেরম্যাডিসন মার্শ।
পিপলস ম্যাগাজিনের বরাতে জানা যায়, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন
প্রতিযোগীকে পেছনে ফেলে মিস আমেরিকা প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন ম্যাডিসন মার্শ। অনুষ্ঠানে ম্যাডিসনকে
বিজয়ী মুকুট পরিয়ে দেন সাবেক মিস আমেরিকাখ্যাত গ্রেস স্ট্যানকে।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন এলি ব্রেক্স, দ্বিতীয় রানারআপ সিডনি ব্রিজেস, তৃতীয় ম্যালোরি হাডসন ও চতুর্থ
হয়েছেন ক্যারোলিন প্যারেন্ট।
মিস আমেরিকা খেতাব জয়ের পর ম্যডিসনকে নিয়ে মার্কিন বিমান বাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে,
আমাদের বৈমানিক সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন। যিনি সদ্যই মিস আমেরিকা-
২০২৪ মুকুট জিতেছেন! মার্শই প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন।

জানা গেছে, প্রশ্নোত্তর পর্বের সময়, ম্যাডিসনকে মিস আমেরিকা হিসাবে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। মিস
আমেরিকা তার সামরিক পরিচয়কে ‘আবেগের সঙ্গে’ শেখার এবং নেতৃত্ব দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির কথা জানান।
আবেগতাড়িত মার্শ ২০১৮ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যুর কথাও বলেন। মায়ের মৃত্যু
ম্যাডিসনকে ক্যান্সার গবেষণার জন্য অর্থ সংগ্রহ করতে হুইটনি মার্শ ফাউন্ডেশন তৈরি করেন।
মুকুট জয়ের পর মার্শ বলেন, আপনি চাইলে যে কোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না।
একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।
মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের
মাস্টার্সের শিক্ষার্থী তিনি। এর আগে প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে মিস কলোরাডো ২০২৩-এ
বিজয়ী হয়ে জাতীয় খেতাব পেয়েছিলেন। এ ছাড়া ফ্লোরিডার অরল্যান্ডো সৌন্দর্য প্রতিযোগিতায়ও বিজয়ীর হয়েছিলেন
তিনি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *