কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা

কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা


বিঃ অনলাইন থেকে সংগৃহীত

সংগীতশিল্পী তারকা সানিয়া সুলতানা লিজা কন্যাসন্তানের মা হয়েছেন।
জনপ্রিয় গীতিকার কবির বকুল জানিয়েছেন, সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি
হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
এর আগে গায়িকার বাবা হেলাল উদ্দিন লিজার মা হওয়ার খবর জানিয়ে বলেন, লিজা এখন দেশের বাইরে অবস্থান করছে।
স্বামীর সঙ্গে বেশ সুখেই কাটছে তার দিনকাল। সেখান থেকেই আমরা সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।
লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিকমাধ্যমে পোস্ট করেন গীতিকার কবির বকুলের স্ত্রী ও কণ্ঠশিল্পী দিনাত
জাহান মুন্নী। তিনি ক্যাপশনে লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে।
সবাই দোয়ায় রাখবেন ওকে।
লিজা বিয়ে করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে । গত নভেম্বরে প্রকাশ্যে আসে তার বিয়ের খবর।
অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে
সংগীত জগৎকে মাতিয়ে রেখেছেন এই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *