গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত

গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে আরো দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

সোমবার এই তথ্য স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল থেকে প্রকাশিত হারেৎজ পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত দুই সেনার ছবি প্রকাশিত হয়েছে।

উত্তর গাজায় রবিবার সংঘটিত যুদ্ধে নিহত দুই সেনা হচ্ছে- ইসাচার নাতান (২৮) ও ইতালি শোহাম (২১)। ইসরায়েলি সূত্র ওই দুই সেনার পদবি প্রকাশ করেনি। তবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, ইসাচার নাতান ইসরায়েলি সেনা কর্মকর্তা। হামলায় আরো এক সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।

এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী, গাজায় স্থল অনুপ্রবেশের শুরু থেকে এ পর্যন্ত তাদের ৪৪ সেনা নিহত হলো। যদিও এই সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলেছেন, গাজা যুদ্ধে প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে জনরোষে পড়ার আশঙ্কায় যাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব। সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, আনাদোলু এজেন্সি

তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *