ছবি: অনলাইন থেকে সংগৃহীত
গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে রাজধানীর
উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়।
আজ (৪ নভেম্বর) সকালে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার মো.
মহিবুল্লাহ।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন, ‘উত্তরা পূর্ব থানায়
দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ’। কৌশিক হোসেন তাপসকে বর্তমানে আদালতে নেওয়া
হয়েছে।
২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের দায়ের করা একটি হত্যা মামলায় কৌশিক হোসেন তাপসকে
গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বলা হয়েছে, কৌশিক হোসেন তাপস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন এবং তিনি
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মীদের উৎসাহিত করে ছাত্র ও জনগণের আন্দোলনকে দুর্বল করতে
চেষ্টা করেছিলেন।
গত জুলাই-আগস্টের কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট সহিংসতায় গান বাংলার ভবনে ভাঙচুর করা হয়।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত