ছবি অনলাইন থেকে সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিভিন্ন সময় প্রাণীদের প্রতি জয়ার ভালোবাসা দেখা যায়
সোশ্যাল মিডিয়ায়।
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাসে দিনের বেলায় দোকান-রেস্তোরাঁর অধিকাংশগুলোই বন্ধ থাকে। এ কারণে প্রাণী
কুকুর অসহায় হয়ে পড়ে। কারণ, অসহায় পশু-প্রাণী সারাদিন পথে পথে ঘুরে মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে থাকে। কিন্তু
রমজানে সব বন্ধ থাকায় খাদ্য সংকটে থাকে কুকুরগুলো। এ জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেছেন লাস্যময়ী সুন্দরী জয়া
আহসান।
মঙ্গলবার (১২ মার্চ) ফেসবুকে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের দেয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট
ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য
খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা
করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’
অভিনেত্রীর এ পোস্ট অবশ্য দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। তারা জয়া আহসানের এমন আহ্বানের বেশ প্রশংসা করেছেন। একই
সঙ্গে প্রিয় তারকার মতো অন্যান্যদেরও এগিয়ে আসার কথা বলেছেন নেটিজেনরা।
পশু-প্রাণীর প্রতি ভালোবাসার জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননাও পেয়েছেন এ অভিনেত্রী।
জয়া আহসানকে সবশেষ ‘পেয়ারার সুবাস’ সিনেমায় দেখা গেছে। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জয়া আহসানকে সবশেষ
‘পেয়ারার সুবাস’ সিনেমাটি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত