ছবি: অনলাইন থেকে সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের একটি পর্বের ফাঁকে সাক্ষাৎ হয় গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। মঙ্গলবার একই অধিবেশনে
অংশ নিতে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এর আগে অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাধারণ
অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা
তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস।
সরকারি প্রতিনিধিদল, নিরাপত্তা, প্রটোকল, গণমাধ্যমসহ সব মিলিয়ে এবার ৫৬ জন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন
উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।
আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত