![টাকার হলেও মায়া ছেড়ে দিয়ে খেলতে চান পগবা](https://heavennews24.com/wp-content/uploads/2024/10/টাকার-মায়া-ছেড়ে-দিয়ে-হলেও-খেলতে-চান-পগবা.jpg)
নিষেধাজ্ঞা কাটিয়ে জুভেন্টাসের হয়েই মাঠে ফিরতে চান পল পগবা। সে কারণে প্রয়োজনে বেতন কমাতেও রাজি এই ফরাসি
ফুটবলার। গতকাল ইতালিয়ান পত্রিকা লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা
জানিয়েছেন পগবা। আর ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন।
নিষিদ্ধঘোষিত ড্রাগ গ্রহণের দায়ে ৪ বছরের জন্য নিষিদ্ধ হন পগবা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই শাস্তির পর ৩১
বছর বয়সী পগবার ফুটবল ক্যারিয়ারও শেষ ধরে নিয়েছিলেন অনেকে।
তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের প্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে এসেছে ১৮ মাসে।
ফরাসি এই মিডফিল্ডার আগামী বছর জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন
১১ মার্চ থেকে, তাঁর ৩২তম জন্মদিনের চার দিন আগে। স্বাভাবিকভাবেই তাই ফুটবলে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন পগবা।
আর তিনি এই শুরুটা করতে চান জুভেন্টাসকে দিয়েই।
নিজের ইচ্ছার কথা পগবা জানিয়েছেন এভাবে, ‘জুভেন্টাসের হয়ে আবার খেলার জন্য আমি টাকা ছাড়তেও রাজি আছি। এই ক্লাবের
হয়েই আমি ফিরতে চাই। বাস্তবতা হচ্ছে, আমি জুভেন্টাসের খেলোয়াড়, আমি তাদের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
২০২২ সাল থেকে পগবা খেলছিলেন জুভেন্টাসের হয়ে। ক্লাবটির সঙ্গে তাঁর ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে। বর্তমানে
তাঁর বাজারমূল্য ৮০ লাখ ইউরো। তবে নিষেধাজ্ঞা শুরুর পর থেকে মাসে ২ হাজার ইউরোর চেয়ে একটু বেশি পাচ্ছেন পগবা।গত
বছরের ২০ আগস্ট সিরি ‘আ’তে জুভেন্টাস–উদিনেসে ম্যাচের পর পগবাকে ঘিরে ডোপ-কাণ্ডের শুরু হয়। ডোপ পরীক্ষায় তাঁর
শরীরে টেস্টোস্টেরনের (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা
পড়ে।
এই পরীক্ষার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িকভাবে পগবাকে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি–ডোপিং
ট্রাইবুন্যাল (নাডো)। তবে চার বছরের নিষেধাজ্ঞার ঘোষণা আসে সে বছরের অক্টোবরে নমুনা পরীক্ষায় একই ফল আসার পর।
পগবার শাস্তি কমার ঘোষণা আসার পরও জুভেন্টাস পগবার সঙ্গে চুক্তি বাতিল করতে চায়, বেশ কয়েক দিন ধরেই এমন খবর
দিচ্ছে ইতালির সংবাদমাধ্যমগুলো।
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা তারকা অবশ্য অন্য স্বপ্নই দেখছেন, ‘নতুন এক পগবাকে মাঠে দেখা যাবে, ক্ষুধার্ত,
জ্ঞানী এবং আরও শক্তিশালী…আমি শুধু ফুটবল খেলতে চাই। জুভদের হয়ে অনুশীলন ও খেলতে প্রস্তুতি নিতে চাই। আমি
জুভেন্টাসের খেলোয়াড়, আমার মনে এখন এটাই।’
স্কাই স্পোর্টসের সঙ্গেও কথা হয়েছে পগবার। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমি এমন একজন, যে
খেলাটিকে ভালোবাসে। আমি কখনো প্রতারণা করতে পারি না। আমি ন্যায্যভাবে জিততে পছন্দ করি। আমি পরাজিত কিন্তু
প্রতারক নই।’
এর আগে গত সোমবার লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে পগবা বলেছিলেন, ‘ফুটবল একটি স্ট্রবেরি কেক, যা আমার মুখ
থেকে কেড়ে নেওয়া হয়েছে।’