ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
হঠাৎ গভীর রাতে স্ট্যাটাসের মাধ্যমে হুমকি বার্তা দিয়েছেন তানজিন তিশা । মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে
তারই অঙ্গনের একজন ‘অপরাধী’র কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিশার এই পোস্টটি নিয়ে যখন
আলোচনা শুরু হয়, তখন সেটি তিনি সরিয়ে নেন। বুধবার সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না।
ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? গত ভোররাত থেকে এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। তানজিন
তিশার কথায় তিনি তাঁর কোন সহকর্মী অভিনয়শিল্পীর কথা বলেছেন, যার সঙ্গে তাঁর সম্পর্কটা ব্যক্তিগত। সামাজিক
যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তানজিন তিশা তার সোশ্যাল ফলোয়ারদের লক্ষ্য করে লিখেছেন, ‘আমি
যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি। শুধু তাই নয়, আমার সেই সাহস যেমন আছে,
তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে। মনে রাখবে, আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমার খারাপ
কাজ কাউকে জানতে দিইনি। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে, একজন ভালো
মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া।’
অনেকদিন ধরেই, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমের একটা সম্পর্ক। যার জেরে কয়েকদফা
জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি।
তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন । গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে।
এর আগে গুঞ্জন উঠেছিল তিনি আত্মহননের ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত