ধর্ষণের শিকার শিশু হাসপাতালে ভয় ও যন্ত্রণায় কাতরাচ্ছে


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
রাজধানীর ডেমরায় চাঞ্চল্যকর সাড়ে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে কারাগারে পঠানো হলেও ভয়
কাটছে না শিশুটির। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)
ইনফেকশনজনিত অসুস্থতায় কাতরাচ্ছে ওই শিশু। 
মেয়েটি একদিকে যেমন ধর্ষণের শিকার, অন্যদিকে জরুরি অপারেশন দুয়ে মিলে এক অস্বাভাবিক হৃদয়বিদারক
যন্ত্রণায় পড়েছে শিশুটি। চিকিৎসাধীন হঠাৎ করেই ঘুমের মধ্যে ভয়ে চিৎকার করে উঠছে ওই শিশু। অন্য সন্তান
প্রসবের জন্য মা হাসপাতালে ভর্তি থাকাতে ভুক্তভোগীর ভয় আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের
সদস্যরা। ঘুম থেকে উঠলেই মাকে খুঁজতে থাকে সে। 
তার মনে ভয়, কখন যেন ওই লম্পট ধর্ষক তার মাকে মেরে ফেলে, কারণ ধর্ষণের কথা কাউকে বললে তার মাকে
হত্যা করবে বলে ভয় দেখিয়েছে ধর্ষক। এদিকে কান্না ভরা কন্ঠে মেয়েটি এসব কথা বলেছে ডেমরা জোনের এসি
মধুসূদন দাস ও থানার ওসি মো. জহিরুল ইসলামের সঙ্গে। তারা ছোট শিশুর ধর্ষণের কথা শুনে আবেগ ধরে
রাখতে পারেননি। এ সময় তারা বলেছেন এ মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন তারা।      
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর নিজেদের ঘরেই ধর্ষিত হয় মেয়েটি। এ ঘটনায় অভিযুক্ত মো.
দেলোয়ার হোসেনের (৪৬) বিরুদ্ধে মঙ্গলবার রাতে ভুক্তভোগীর নানা ডেমরা থানায় মামলা করেন। পরে ওই
রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন বুধবার বিকালে দেলোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
আদালত। লম্পট দেলোয়ার ডেমরার ডগাইর মধ্যপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। সে একজন
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এলাকার স্থানীয় ছেলে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, হৃদয়বিদারক ওই শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত ব্যবস্থা
নিয়েছি। চার দিনের রিমান্ড চেয়ে দেলোয়ারকে আদালতে পাঠিয়েছিলাম। তবে দেলোয়ার বর্তমানে জেলে
রয়েছে। অবশ্যই আদালত এ ঘটনার উল্লেখযোগ্য বিচার করবেন।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *