পরম-পিয়ার চার হাত এক হলো

পরম-পিয়ার চার হাত এক হলো
পরম-পিয়ার চার হাত এক হলো

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ঋত্বিক ঘটকের নাতি পরমব্রত চট্টোপাধ্যায় দুই দশকেরও বেশি সময় ধরে টালিগঞ্জের তারকা মুখ।
প্রেমের কারণে কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন এই অভিনেতা। অবশেষে গতকাল বিয়ের পিঁড়িতে
বসলেন ‘ভয়ংকর সুন্দর’ অভিনেতা। কনে পিয়া চক্রবর্তী।

পেশায় মানসিক স্বাস্থ্যকর্মী এবং শখের গায়িকা।
পরম-পিয়ার প্রেমের খবর অনেক দিন ধরেই চর্চায়। এই নভেম্বরেই তাঁদের চার হাত এক হবে, সেটা
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। গতকালই ছিল সেই দিন।

গতকাল ভোররাতে খবরটা প্রকাশ্যে আসে। তার পরই রীতিমতো হৈচৈ পড়ে যায়। সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভক্ত-অনুরাগীর চলে পোস্টের বন্যা। এরই মধ্যে সোমবার দুপুরে দুই পরিবারের উপস্থিতিতে
রেজিস্ট্রি ম্যারেজ সারলেন পরম-পিয়া।

অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই হয় বিয়ে। এই আইনি বিয়েতে উপস্থিত ছিল পরিবারের লোকজন
এবং নিকট বন্ধুরা। সব মিলিয়ে ২৫ থেকে ৩০ জন ছিল।
পরমের নামের সঙ্গে অতীতে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম জড়িয়েছিল। পরম-রাইমা, পরম-
স্বস্তিকার চেয়ে পরম-পিয়ার সম্পর্ক নিয়ে চর্চাটা একটু বেশিই ছিল।

কারণও আছে। বন্ধু-গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া। ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের
ইতি টানেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা গিয়েছিল, তাঁদের বিয়ে ভাঙার নেপথ্যে ছিল
পরমব্রত ও পিয়ার বিশেষ বন্ধুত্ব। যদিও অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে দিয়েছিলেন অভিনেতা।
বারবারই বলেছেন, তিনি আর পিয়া শুধুই বন্ধু।

সম্পর্কের ঘোষণা দিতে সময় নিয়েছেন দুজনই। তবে তাঁরা যে সত্যিই প্রেম করছেন, সেটা ক্রমেই
প্রকাশ পাচ্ছিল। পরম আগের সম্পর্কগুলো নিয়ে যতটা খোলামেলা ছিলেন গণমাধ্যমে, এই সম্পর্ক
নিয়ে একেবারেই মুখে কুলুপ এেঁট বসেছিলেন।
এদিকে সাবেক স্ত্রী ও বন্ধুর নতুন জীবনে পদার্পণের সময়ে কলকাতায় ছিলেন না অনুপম রায়। সুদূর
আমেরিকায় আছেন সংগীতসফরে। তবে ফেসবুক পোস্ট ও স্টোরিতে স্থান পেয়েছে দুঃখ ও অভিমানের
কথামালা। ইনস্টাগ্রাম স্টোরিতে এক ভক্তের পোস্ট শেয়ার করেছেন অনুপম, তাতে ঠাঁই পেয়েছে
বাংলাদেশের গায়ক আহমেদ হাসান সানির জনপ্রিয় গানের একটি লাইন, ‘এ শহর পারবে না ঠেকাতে জানি,
তোমার চলে যাওয়া।’

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *