ছবি: অনলাইন থেকে সংগৃহীত
তাঁর অভিনয়ে আগেও মুগ্ধ হয়েছেন ভারতীয় দর্শক, একাধিক বলিউডি ছবিতে কাজ করেছেন। তাঁর রূপে ‘ফিদা’ মহিলারা। শোনা
যাচ্ছে, দীর্ঘ ৮ বছর পর ফের ভারতীয় ছবি, বলিউডে ফিরছেন ফাওয়াদ খান।
এক রোমান্টিক-কমেডি ছবিতে তাঁকে দেখা যাবে। এ ছবিকে ঘিরে বেশ কিছু তথ্য উঠে এসেছে। অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে
জুটি বেঁধে তিনি বলিউড ছবিতে আবার ফিরতে চলেছেন। এ ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, ঠিক হয়নি। ছবিটি কে
পরিচালনা করবেন, সে বিষয়ে গোপনীয়তা রাখা হয়েছে। ফাওয়াদের এ ছবির এখন প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। জানা গেছে,
ছবিটির দাপ্তরিক কাজ সবে সম্পন্ন হয়েছে। শুটিং শুরু হবে কিছুদিন পর।
তবে চলতি বছরের শেষের দিকে এ ছবির শুটিং শুরু হবে বলে গেছে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শেষে অথবা ২০২৬ সালের
শুরুতে।
আরও জানা গেছে, ফাওয়াদ আর ঋদ্ধি নিউইয়র্ক ও লন্ডনে যাবেন এ ছবির শুটিং করতে। এদিকে ফাওয়াদ বেশ কিছুদিন ধরে
তাঁর পাকিস্তানি ছবি ‘দ্য লেজেন্ড অব মওলা জাঠ’ ভারতে মুক্তির কারণে চর্চায় উঠে আসছেন। কিছুদিন আগেই ঘোষণা করা হয়
যে ছবিটি ভারতে মুক্তি পাবে। রোমান্টিক-কমেডি এ ছবির কোনো অংশের শুটিং ভারতে হবে না।
এদিকে ফাওয়াদের এ ছবি মুক্তিকে ঘিরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অময় খোপকর জানিয়েছেন, কোনো পাকিস্তানি
অভিনেতা ও তাঁর কোনো ছবির ঠাঁই নেই ভারতে। তিনি দৈনিক ভাস্কর পত্রিকাকে স্পষ্ট জানিয়েছেন, কোনো পাকিস্তানি
অভিনেতা যদি এখানে এসে প্রচারণা করেন, তাহলে তাঁকে পেটানো হবে।
এদিকে ‘দ্য লেজেন্ড অব মওলা জাঠ’ ছবির ভারতে মুক্তিকে ঘিরে রীতিমতো খেপে গেছেন মহারাষ্ট্র নবনির্মাণের প্রধান রাজ
ঠাকরে। তিনি জানিয়েছেন, কোনোভাবেই পাকিস্তানি ছবিকে ভারতে মুক্তি পেতে দেবেন না। তিনি প্রেক্ষাগৃহের মালিকদের
সতর্কবার্তা দিয়ে বলেছেন, তাঁরা যদি পাকিস্তানি ছবিটি প্রদর্শন করেন, তাহলে তাঁরা বিপদে পড়তে পারেন।
ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ছবিটি এখন শুধু পাঞ্জাবে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ছবিটি পাকিস্তানি বক্স অফিসে
রীতিমতো ঝড় তুলেছিল।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত