ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
গায়ক ও সুরকার ফাহিম ফয়সালের সুফি গান ‘সিজদা করি তোমায়’ প্রকাশিত হয়েছে। রচনা ও সুর করেছেন শিল্পী নিজেই, গানটির
সংগীতায়োজন করেছেন রাফি। গানটি ফাহিম ফয়সালের ফেসবুক পেজ, স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ডিজার এবং
অন্যান্য জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
প্রকল্পটির শুটিং হয়েছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট সুন্দরবনে।
গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, সুফি গানের প্রতি আমার বড় দুর্বলতা। গানটিতে মহান স্রষ্টার সঙ্গে তাঁর সৃষ্টি ও মানুষের
গভীর সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছি। খুব সহজ কথা ও সুর দিয়ে গানটি সাজিয়েছি। গানটির রেকর্ডিংয়ের পর থেকেই আমি
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় গানটির শুটিং করতে চেয়েছিলাম। তাই আমি ‘সিজদা করি তোমায়’ গানটির শুটিং করেছি
আমাদের দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলে একটি ইকো-
রিসোর্টে। আশা করি, প্রশংসনীয় এই গানটির কথা, সুর, সংগীত, গাওয়া এবং চিত্রায়ন দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত