ফুটবল কেটে উদ্ধার হলো দুই কেজি হেরোইন

রেকর্ড গড়ে রোনালদোকে ট্রল করলেন ইয়ামাল

রাজশাহীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এই হেরোইন একটি ফুটবলের ভেতরে ছিল। পরে ফুটবল কেটে তা
বের করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।
গতকাল শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌরসভার স্বরমোংলা এলাকায় অভিযান চালিয়ে ওই হেরোইন উদ্ধার করেন
র‌্যাব–৫–এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো
হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি
বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এ পরিপ্রেক্ষিতে র‍্যাব ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করতে
থাকে। গোদাগাড়ী পৌরসভার স্বরমোংলা এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ফুটবল ফেলে পালিয়ে যান।
পরে উপস্থিত লোকজনের সামনে ফুটবলটি কাটা হলে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এসব হেরোইন ফুটবলের ভেতরে
পলিথিনে মোড়ানো ছিল। পরে এই হেরোইন গোদাগাড়ী মডেল থানায় জিডি করে হস্তান্তর করা হয়।
Z_¨: cÖg Av‡jv †‡K msM„wnZ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *