ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
অনিয়ম ও নির্বাচনী কারচুপির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সদ্য সমাপ্ত নির্বাচন বাতিল চেয়ে
বুধবার হাইকোর্টে রিট করেন অভিনেত্রী নাসরিন আক্তার নিপুন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া নিপুণ মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন নবগঠিত
কমিটিকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়েছেন।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের আদালতে রিটটি করা হয়। আগামী রোববার হাইকোর্টে রিট
আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন নিপুনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।
১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মিশা সওদাগর ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নতুন সভাপতি
নির্বাচিত হন এবং মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ডিপজল ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে ২০৯ ভোট পাওয়া নিপুনকে ছাড়িয়ে যান।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত