বিপাকে ফেলে ইউক্রেনকে ‘পিছটান’ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিপাকে ফেলে ইউক্রেনকে ‘পিছটান’ দিচ্ছে যুক্তরাষ্ট্র


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
বিশেষ সামরিক অভিযান গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে রাশিয়া। এর পর থেকে দুই দেশের
সেনাদের মধ্যে চলছে এই যুদ্ধ। কখনো যুদ্ধের তীব্রতা বেড়েছে, কখনো কমেছে। তবে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ
এখনো দেখা যাচ্ছে না।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরু থেকে অস্ত্রশস্ত্র দিয়ে
সাহায্যও করে আসছিল দেশটি।
কিন্তু জার্মানির সঙ্গে জোট বেঁধে সেই যুক্তরাষ্ট্রই নাকি এবার ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসার কথা বলছে!
তেমনটাই উঠে এসেছে জার্মানির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

জার্মানির ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ‘যুদ্ধের ক্লান্তি’ এবং অর্থনৈতিক সমস্যার কারণে কিয়েভকে
সমর্থন করা ন্যাটো দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। আর সে কারণেই আমেরিকা ও জার্মানি জেলেনস্কি
সরকারকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে।
জার্মানির ট্যাবলয়েড ‘বিআইএলডি’-এর প্রতিবেদনে উঠে এসেছে— মার্চ মাসে রুজভেল্ট কক্ষে বৈঠকে বসেছিলেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।
সেই বৈঠকের সময় বাইডেন ও ওলাফ— উভয়েই নাকি ইউক্রেনে অস্ত্র সরবরাহ সীমিত করার বিষয়ে সম্মতি
জানিয়েছিলেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্যও নাকি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর পরোক্ষভাবে চাপ দিতে সম্মত হয়েছিলেন তারা।
কিয়েভ-মস্কোর মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানকারী দুটি প্রধান শক্তি ছিল
যুক্তরাষ্ট্র ও জার্মানি। কিন্তু সেই অস্ত্র সরবরাহের হিসাব নাকি বদলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘বিআইএলডি’ জানিয়েছে, দুই মহাশক্তিধরই এখন শুধু ‘নির্দিষ্ট
পরিমাণ’ অস্ত্র সরবরাহ করতে চায় ইউক্রেনকে। যাতে রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে।
পাশাপাশি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য যাতে পর্যাপ্ত সুযোগ থাকে, সেই অবকাশ রাখতেও ইউক্রেন
সেনাবাহিনীর হাতে বেশি অস্ত্র তুলে দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র ও জার্মানি।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, জার্মানির ফেডারেল সরকার এখন ইউক্রেনকে ‘আলোচনার জন্য কৌশলগতভাবে
ভালো অবস্থানে’ রাখার লক্ষ্য নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছে।
সরকারি সূত্র জার্মানির ওই সংবাদমাধ্যমকে বলেছে, ইউক্রেনের উচিত ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’
নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসা। হোয়াইট হাউস ও চ্যান্সেলর বিষয়টি
দেখছেন।
জার্মান সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে সংবাদমাধ্যমে বলেছেন, জেলেনস্কির বোঝা উচিত যে,
এভাবে সব কিছু চলতে পারে না।
বার্লিন ও ওয়াশিংটন মনে করছে, কিয়েভ এবং মস্কো যদি আলোচনায় বসতে রাজি না হয়, তা হলে দুই দেশের
মধ্যে সমস্যার কোনো সমাধান হবে না। দুই সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হবে না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় বসাতে ব্যর্থ হলে ‘প্ল্যান বি’-ও
রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির হাতে।
জার্মানি সংবাদমাধ্যমে সূত্র বলেছে, দুই দেশের (রাশিয়া ও ইউক্রেন) মধ্যে শান্তি আলোচনা সম্ভব না হলে বিকল্প
হিসেবে কোনো চুক্তি ছাড়াই সংঘাত থামাতে চাইছে বার্লিন ও ওয়াশিংটন।

এর অর্থ হলো— শান্তি আলোচনা বাস্তবায়িত না হলেও ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নতুন সীমানা টানতে
চাইছে আমেরিকা ও জার্মানি।
হার্ভার্ডের কেনেডি স্কুলের বেলফার সেন্টারের মতে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অধিগ্রহণ করে নেয়
রাশিয়া। এ ছাড়া ইউক্রেনের প্রায় ১৭.৫ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। রাশিয়ার দাবি, সেই জমি তাদের
দেশেরই অংশ
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *