বুধবার কবরীর ৩য় মৃত্যুবার্ষিকী

বুধবার কবরীর ৩য় মৃত্যুবার্ষিকী

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরীর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জাতীয়
চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী।
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণকারী কবরী ১৪ বছর বয়সে ১৯৬৪ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের
“শুটরং” চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি রাজ্জাক, ফারুক, বুলবুল আহমেদ
সহ বেশ কয়েকজন বিশিষ্ট অভিনেতার সাথে কাজ করেন। , আলমগীর, সোহেল রানা, উজ্জল, ওয়াসিম, খান আতাউর
রহমান ও আনোয়ার হোসেন।

“নীল আকাশের নেই”, “ময়নামতি”, “ধেউ-এর পর ধেউ”, “পরিচয়”, “অধিকার”, “বেইমান”, “ওবাক পৃথিবী”, “গভীর
নেভে নাই” সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কবরী। ”, “হীরামন”, “নিশি হলো ভোর”, “আবিরভাব”,
“তিতাশ এক্টি নদীর নাম”, “সারেং বউ”, “সুজন সখী”, “মাসুদ রানা” এবং “দেবদাস”।
কবরী সারেং বউ (১৯৭৮) চলচ্চিত্রে তার ভূমিকার জন্য এবং ২০১৩ সালে আজীবন অর্জন বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এ অভিনেত্রী ২০০৮ সালে আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০০৬ সালে “আইনা” চলচ্চিত্রের মাধ্যমে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তিনি পরে পরিচালক হিসাবে তার
দ্বিতীয় চলচ্চিত্রে কাজ শুরু করেন “এই তুমি সে তুমি” শিরোনামে, ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারের অনুদান নিয়ে কিন্তু
এটি অসমাপ্ত রেখে গেছেন।

তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *