ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি বন্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান বাণিজ্য সচিব, এনবিআর চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব এবং
রপ্তানি ও আমদানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নোটিশে বলা
হয়, ইলিশ এমন একটি মাছ যা বাংলাদেশ, ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশে পাওয়া যায়। কিন্তু সাগর থেকে বাংলাদেশের পদ্মা
নদীতে এলে এই মাছ আরও সুস্বাদু হয়ে ওঠে।
যেহেতু প্রতিবেশী ভারতের একটি বিস্তীর্ণ সামুদ্রিক এলাকা রয়েছে এবং তাদের ভূখণ্ডে প্রচুর ইলিশ উৎপাদিত হয়, তাই দেশে
ইলিশ রপ্তানি করার প্রয়োজন নেই, নোটিশে বলা হয়েছে, ভারত শুধুমাত্র পদ্মা নদীতে পাওয়া ইলিশ আমদানি করে।
বাংলাদেশে ভারতীয় এজেন্ট এবং মাছ রপ্তানিকারকরা সারা বছরই নদীর ইলিশ মজুদ করে এবং সরকারের অনুমোদন নিয়ে ভারতে
রপ্তানি করে, দেশের মানুষকে বঞ্চিত করে।
তথ্যসূত্রঃ ডেইলিসান থেকে সংগৃহীত