ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ভারতে আসছে বিশ্বের জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে। যা নিয়ে ভারতে উন্মাদনা তুঙ্গে।ওয়েবসাইট বুক মাই শো কনসার্টের টিকিট
বিক্রি করছে। বিক্রি শুরু হয়েছে গতকাল রোববার। তবে বিক্রি শুরুর কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করে গেল বুক মাই শোর
ওয়েবসাইট। খবর টাইমস অব ইন্ডিয়ার
আর সেটা নিয়েই ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা। হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে টিকিট। ২৫০০-৩০০০, ৩৫০০ এমনকি ৩৫০০০ টাকার
টিকিটের দাম বাড়তে বাড়তে এখন সেটা বিক্রি হচ্ছে ১-২ লাখ টাকায়! তবু টিকিটের চাহিদা তুঙ্গে।
আট বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে কোল্ডপ্লে। প্রিয় ব্যান্ডের কনসার্ট হবে, এই ঘোষণা শোনার পর থেকে ভক্তদের
মধ্যে শুরু হয় উন্মাদনা। কিছুদিন আগে জানা যায়, ২২ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরু হবে।
সেই মতোই গতকাল সকাল থেকে হাতে ফোন নিয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা। একসঙ্গে প্রচুর লোক বুক মাই শোর ওয়েবসাইটে
চেক ইন করায় ক্র্যাশ করে যায় সেটি। কিছুক্ষণ পর অবশ্য ঠিক করা হয়।
কেন এত উন্মাদনা? এক ভক্তের কথায়, প্রথমত এই কনসার্টের জন্য আট বছর অপেক্ষা করতে হয়েছে। তাই ব্যান্ডটির
‘মিউজিক অব দ্য স্ফেয়ার্স’, ‘উই প্রে’, ‘ইয়ালো’, ‘ফিক্স ইউ’, ‘ভিভা লা ভিদা’র মতো গান শুনতে এত আগ্রহ ভক্তদের।
এই কনসার্ট নিয়ে উন্মদনার আরেকটি কারণ, টিকিটের দাম। মাত্র ২ হাজার ৫০০ রুপি থেকে শুরু হচ্ছে টিকিট। তাই মানুষ সাধ্যের
মধ্যে পছন্দের শিল্পীর গান সামনে থেকে যে শুনবে, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে দর্শকের এমন চাপের কারণে ‘কোল্ডপ্লে’র আরো একটি শো বাড়ানো হয়েছে, যেটা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি।
কনসার্টগুলোর টিকিটের দাম সর্বনিম্ন দুই হাজার ৫০০ রুপি, সর্বোচ্চ ১২ হাজার ৫০০ রুপি। মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল
স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টগুলো। প্রতিটি কনসার্ট হবে চার ঘণ্টাব্যাপী।
১৯৯৭ সালে লন্ডনে গঠিত হয় ব্যান্ড ‘কোল্ডপ্লে’। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন ক্রিস মার্টিন (ভোকাল ও পিয়ানো),
জনি বাকল্যান্ড (গিটার), গাই বেরিম্যান (বেজ গিটার) ও উইল চ্যাম্পিয়ন (ড্রামার ও পারকাশন)।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত