ভূত নাকি পরি জয়া? কৌতূহলী বুবলী

ভূত নাকি পরি জয়া? কৌতূহলী বুবলী


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
কলকাতার দুই সিনেমার আলাদা দুটি খবর প্রকাশ পেয়েছে আজ। একটি সিনেমার ট্রেলার। অন্যটি ফাস্ট লুক পোস্টার। দুটি
সিনেমাতেই প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের অভিনেত্রী জয়া আহসান ও শবনম বুবলী। জয়া অভিনীত
‘ভূতপরী’ সিনেমাটি হরর। ভক্তদের প্রশ্ন, জয়া ভূত নাকি পরি। অন্যদিকে ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পোস্টারে বুবলীকে
কৌতূহলী রূপে দেখা গেল।

‘কড়ক সিং’ সিনেমার পর ‘ভূতপরী’ নিয়ে আসছেন জয়া আহসান। সিনেমাটির ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলারে ভিন্ন লুকে
হাজির হয়েছেন এই অভিনেত্রী। ট্রেলারে বোঝা যায়, সিনেমার গল্পে লুকিয়ে আছে নানা রহস্য, যা দর্শকদের নিয়ে যাবে
অতীতে। সেটা আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তির পরই জানা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।
জয়া এর আগে সিনেমাটির গল্প নিয়ে জানিয়েছিলেন যে এক মেয়ে ১৯৪৭ সালে মারা যায়। তারপর ২০১৯ সালে সেই নারীর
অতৃপ্ত আত্মার সঙ্গে পরিচয় হয় এক শিশুর। শিশুর হাত ধরে মেয়েটি তার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে শুরু করে। বেশ
পরে এসে অতৃপ্ত আত্মা আবিষ্কার করে যে তার মৃত্যু অস্বাভাবিক ছিল এবং তাকে খুন করা হয়েছিল। সিনেমার ট্রেলার
ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে জয়া লিখেছেন, ‘একজন ভূতের পরি হয়ে ওঠা’। এতে বোঝা যায় জয়া ভূত নাকি পরি।
দীর্ঘদিনের ঢালিউড ক্যারিয়ার হলেও এবারই প্রথম টালিউড সিনেমায় নাম লিখিয়েছেন নায়িকা শবনম বুবলী। সিনেমাটির
নাম ‘ফ্ল্যাশব্যাক’। বর্তমানে তিনি সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত। এ মাসের শেষের দিকে শুটিং শেষে দেশে আসবেন। এর
মধ্যেই আজ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন কলকাতার সেই সিনেমার পোস্টার।
সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, কৌতূহলী বুবলী তাকিয়ে আছেন। তাঁর পাশে কৌশিক গাঙ্গুলীকে দেখা যায় হাত
দিয়ে কোনো কিছু বাধা দেওয়ার চেষ্টা করছেন। পাহাড়ের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প, সেই আবহ রয়েছে ফার্স্ট লুক
পোস্টারে। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা।
সিনেমাটির গল্পে দেখা যাবে, মঞ্চনাটকের এক খ্যাতিমান অভিনেতা অঞ্জনের (কৌশিক গাঙ্গুলী) সঙ্গে ভবঘুরে ডিকে (সৌরভ
দাস) ও নির্মাতা শ্বেতার (বুবলী) দেখা হয়।
তথ্যসূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *