মঙ্গলবার মঞ্চে ‘খাওয়াবনামা’ নিয়ে আসছে প্রজ্ঞানত

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির (বিএসএ) ন্যাশনাল থিয়েটার হলে বহুল প্রশংসিত প্রযোজনা “খোয়াবনামা”
মঞ্চস্থ করবে জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাট।
লেখক ও ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের একই নামের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি রচনা করেছেন মোঃ
শওকত হোসেন সজীব এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
“খোয়াবনামা” নাটকটি ১৯৪৭ সালে ভারত ভাগের সময় মানুষের জীবন ও বাস্তবতাকে তুলে ধরে।
নাটকটি সম্পর্কে পরিচালক তৌফিকুল ইসলাম ইমন বলেন, “খাওয়াবনামা নাটকটি মূলত ১৯৪৭ সালের দেশভাগের আগের
এবং পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত। গল্পটি বগুড়ার একটি ছোট ও প্রত্যন্ত এলাকাকে ঘিরে। বগুড়ার বাঙ্গালী নদীর তীরবর্তী
বাসিন্দাদের গল্পের মাধ্যমে উপন্যাসটি আমাদের ইতিহাসের আভাস দেয়। নাটকটিতে সামাজিক যোগাযোগের বিভিন্ন স্তরে
বসবাসকারী মানুষের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। একজন পরিচালক হিসেবে আমার উদ্দেশ্য ছিল সেই সব সাধারণ মানুষের
জীবন-জীবিকা, বিরাজমান সামাজিক বৈষম্য ও সংশয়, তাদের যন্ত্রণা, লালসা, ধর্মীয় ও জাতিগত সংঘর্ষ, তেভাগা

আন্দোলন, দেশভাগ, গ্রামীণ এলাকার বিশ্বাস ও কুসংস্কার ইত্যাদি। এই সবের মাধ্যমে, নাটকটি দেশের গ্রামের কোণায় কোণে
মানুষের অকথ্য গল্পগুলিকে সামনে আনতে চায়।”
নাটকটিতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা,
মোঃ সোহেল রানা, মিতুল রহমান, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শাহীন প্রমুখ।

তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *