মাহফুজুর রহমানের ঈদের গানের মডেল শর্মী

মাহফুজুর রহমানের ঈদের গানের মডেল শর্মী


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

এটিএন বাংলার চেয়ারম্যান ও আলোচিত সংগীত শিল্পী ড. মাহফুজুর রহমানের গানের মডেল হলেন অভিনেত্রী শর্মী ইসলাম।
বুধবার (২৭ মার্চ) ফেসবুক ক্ষুদে বাতায় জানিয়েছেন এই তথ্য। শর্মী মাহফুজুর রহমানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে
ক্যাপশনে লিখেন-
coming soon this Eid…..
Music video….
Singer- ডঃ মাহফুজুর রহমান
Model & Artist- Shormi Islam
দেখতে চোখ রাখুন এটি এন বাংলা চ্যানেলে।

বেশ কয়েক বছর ধরে মিডিযার প্রতিটি শাখায় নিজের অবস্থান তৈরি করেছেন অভিত্রেী শর্মী ইসলাম। অভিনয়ের মাধ্যমে
দৃষ্টি আকর্ষণ করেছেন গুণী পরিচালকদের। নাটক, টেলিফিল্ম, মিউজিক্যাল ফিল্ম, বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন নিয়মিত।
সম্প্রতি তার উল্লেখযোগ্য নাটক অন্তরালে বিষাদ, ডিরেক্টর লিটু করিম। ‘কল্পনায় ভালোবাসা’, সালেহ আহমেদ মনা।
এটি এন বাংলার ধারাবাহিক নাটক, গফুরের বিয়ে। এবং স্বল্পদৈঘ্য চলচিত্র ওভার দ্যা গেইম। বিজ্ঞাপন জি কুরিয়ার
সার্ভিসের। মিউজিক্যাল ফিল্ম লোভী মেয়ে, কলিজাতে দাগ লেগেছে, পাওয়ার আশায়, ময়না পাখি, বাহান- করেন
বিভিন্ন চরিত্রে তার কাজ নিয়ে শর্মী বলেন, দর্শকরা ভালোবাসেন বলেই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। নতুন নতুন
কাজ দিয়ে দর্শকদের আরো ভালোবাসা পেতে চাই। তাহলেই আমার শিল্পীজীবন স্বার্থক হবে।
বর্তমানে ছোট পর্দার সকল কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন গুণী এই অভিনেত্রী।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *