মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী মারা গেছেন

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী মারা গেছেন

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মহাতারকা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক মারা গেছেন । রোববার (৩ নভেম্বর) মার্কিন
যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাঁর
বান্ধবী, নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের সিনেমা ‘মর্দ’-এ অভিনয়
করেছিলেন হেলেনা। তাঁর সঙ্গে মিঠুনের বিবাহিত জীবন ছিল মাত্র চার মাসের।

হেলেনা তার শেষ পোস্টে লেখেন, ‘অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এরকম হচ্ছে, কোনো ধারণাই নেই’। ঠিক
কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি এখনও।
মিঠুন প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে হেলেনা বলেছিলেন, ‘আমার শুধু মনে হয়, এটা যদি না হত! তিনিই সেই ব্যক্তি
যিনি আমার ব্রেনওয়াশ করেছিলেন যে, তিনি আমার জন্য আদর্শ মানুষ। আর দুর্ভাগ্যের কথা তিনি সেটা আমাকে
বোঝাতে সক্ষমও হন।’
এরপর একবার হেলেনার সঙ্গে মিঠুনের সম্পর্কের গুজব উঠেছিল। তখন তিনি বলেন, ‘আমি তার কাছে কখনো ফিরে
যাব না, যদি সে আশেপাশের সবচেয়ে ধনী মানুষ হন তা-ও। আমি খোরপোশও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আর তা
শেষ হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, এর আগে মিঠুনের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল মমতা শঙ্করের সঙ্গে। তবে নানা কারণে সেই সম্পর্ক
ভেঙে যায়। এরপর চন্দ্রদয় ঘোষকে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর।
স্টারডাস্ট ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, ‘আমার শুধু মনে হয়, এমনটা যদি না হতো! তিনিই সেই ব্যক্তি, যিনি আমার
ব্রেনওয়াশ করেছিলেন যে তিনি আমার জন্য আদর্শ মানুষ। আর দুর্ভাগ্যের কথা, তিনি সেটা আমাকে বোঝাতে
সক্ষমও হন।’
চন্দ্রদয় ঘোষকে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর।
আর তার এক বছর পর মিঠুন আর হেলেনের বিয়ে। ১৯৭৯ সালে বিয়ে আর ডিভোর্স দুটিই। এরপর ১৯৭৯ সালে মিঠুন
দ্বিতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *