মিম কাজে ফিরছে

মিম কাজে ফিরছে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
এই ঈদে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বিদ্যা সিনহা সাহা মিমের নতুন কোনো ছবি মুক্তি পায়নি। ঈদ
উপলক্ষে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে ছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর থেকেই ব্যস্ত মিম।

তবে অভিনয় নয়, স্টেজ শো দিয়েই ফিরলেন মিম। তিনি লাক্সের শতবর্ষ উদযাপনে পারফর্ম করেছিলেন।
কারণ এই লাক্সের মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়।

লাক্সের শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন
করা হয়। অনুষ্ঠানে মিম ছাড়াও উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেক তারকা।

লাক্সে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, “আসলে লাক্স আমার সারাজীবন ছিল। তাদের প্ল্যাটফর্ম থেকে আমার
জীবনের একটি নতুন দিগন্ত শুরু হয়েছে। তাদের শতবর্ষে উপস্থিত থাকতে এবং পারফর্ম করতে পেরে
আনন্দিত। অভিনয় আমার পেশা। সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে কাজ করেছি। সিনেমায় নিজেকে
যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।”

শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের মেয়ে শমী কায়সার নির্মাণ করছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র
‘দিগন্তে ফুলের আগুন’। প্রকল্পটির পরিচালক ওয়াহিদ তারেক। পান্না কায়সার চরিত্রে অভিনয় করেছেন মিম।
অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোস্তফা মানওয়ার।
তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *