ছবি: অনলাইন থেকে সংগৃহীত
শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র ‘তুফান’-এর প্রথম গানের টিজার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘লাগে উরা ধুরা’ শিরোনামের গানটি।
‘লাগে উরা ধুরা’ একটি আইটেম গান। টিজারে জনপ্রিয় গায়ক প্রীতম হাসানের একটি সংক্ষিপ্ত আভাসও দেওয়া হয়েছে।
২১ সেকেন্ডের টিজারটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তৈরি করেছে। শাকিব ও মিমির নাচের তালে
নেটিজেনরাও পাগল। শাকিব খানের ফেসবুক পেজেও তা শেয়ার করা হয়েছে।
টিজারে শাকিব খান ও কলকাতার অভিনেতা মিমি চক্রবর্তীকে রাতের পার্টিতে নাচতে দেখা যায়। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয়
সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। তার তত্ত্বাবধানেই যে এই গানটি তৈরি হয়েছে তা স্পষ্ট।
রায়হান রাফি পরিচালিত ছবিটিতে শাকিব খান ও মিমি চক্রবর্তী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাবিলা,
শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকেত, একে আজাদ সেতু প্রমুখ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত