ছবি: অনলাইন থেকে সংগৃহীত
রাহাত ফতেহ আলী এক ব্যক্তিকে ঘাড়ে চেপে ধরে বেধড়ক মারধর করছেন আরেক ব্যক্তি। এরপর লোকটির মুখে থাপ্পড়
মারেন। এর মাঝে মারধর করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বোতল কোথায়।
পাকিস্তানি সাংবাদিক গোলাম আব্বাসি শাহ তার এক্সে (টুইটার) ভিডিওটি পোস্ট করেছেন। আর ভিডিওর ক্যাপশনে
লিখেছেন, ‘বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী তার গৃহকর্মীকে মারধর করছেন।’
ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার সমালোচনার মুখে পড়েন বরেণ্য গায়ক রাহাত ফতেহ আলী খান। নেটিজেনদের
অনেকের ভাষ্য— ‘এটা কী ধরনের শাস্তি ভাই! ছি ছি!’
রাহাত ফতেহ আলী খানের ব্যবহার নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন নতুন একটি ভিডিও দিয়ে সাফাই গেয়েছেন এই
গায়ক। এ ভিডিওতে তিনি বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-
শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজার করে ভালোবাসা দিই, আর ভুল করলে তাকে শাস্তি দিই।
মারধরের শিকার ওই ব্যক্তি রাহাত ফতেহ আলীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি আমার বাবার মতো। তিনি আমাদের অনেক
ভালোবাসেন। যারা এই ভিডিও ছড়িয়েছেন, তারা আমার ওস্তাদের মানহানি করার চেষ্টা করছেন।’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত