রোনালদোর ‘ফিফটি’, জয়ে ফিরল আল নাসর

রোনালদোর ‘ফিফটি’, জয়ে ফিরল আল নাসর

ছবি অনলাইন থেকে সংগৃহীত

সৌদি প্রো লিগে চাপ কাটিয়ে গোল করে আল নাসরকে জিতিয়ে মাঠ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে আল নাসরের
জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল করলেন ‘সিআর সেভেন’।
শুক্রবার আল আহলির বিপক্ষে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ০-১ গোলে।
এর আগে টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি তার দল আল নাসর।
এর মধ্যে দুই লেগ মিলিয়ে হেরে বিদায় নিয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে। ফিরতি লেগে অবিশ্বাস্য গোল মিসের পর
তো রোনালদোকে ট্রলের শিকারও হতে হয়েছে। সব মিলিয়ে চাপ সামলে গোলের দেখা ফেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী
পর্তুগিজ উইঙ্গার।
ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রোনালদো।

বক্সের ভেতর আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে দলকে গোল এনে দেন রোনালদো।
যদিও ৪২তম মিনিটে সতীর্থ সাদিও মানের থ্রু পাস ধরে দারুণ এক গোল করেছিলেন ‘সিআর সেভেন’। কিন্তু লম্বা সময় ধরে
ভিএআর দেখে অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়।

এ নিয়ে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল করলেন ‘সিআর সেভেন’।
এ জয়ের পরও প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরেই থাকল আল নাসর। ২৪ ম্যাচে তার সংগ্রহ ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম
খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে।

তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *