শিশিরের ভয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

শিশিরের ভয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ


ছবি : অনলাইন থেকে সংগৃহীত

বাংলাদেশ দলও তাই সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো সিলেটেই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে আগে
বোলিং নিয়েছে। শিশিরে বোলিং করতে, বল গ্রিপ করতে অসুবিধার কথা তো ক্রিকেটপ্রেমী জানেন। সিলেটে প্রথম
টি-টোয়েন্টিতেও রাতে শিশির পড়েছে, আজও দ্বিতীয় পড়বে বলে ধারণা।
শ্রীলঙ্কা দলেও একটা বদল, সেটাতেও শিশিরের প্রভাবই স্পষ্ট। শিশিরে বল গ্রিপ করতে ঝামেলা বলে স্পিনারদেরই
তো বড় অসুবিধা হয়, শ্রীলঙ্কা আজ অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়ার বদলে দলে নিয়েছে পেসার দিলশান
মাদুশঙ্কাকে।

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান
মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক),
অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহিশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাতিরানা।

প্রথম টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের অসাধারণ দুই ফিফটির পরও শেষ বল পর্যন্ত
লড়ে হেরে গিয়েছিল ৩ রানে।

তথ্যসূত্র :অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *