সম্মানজনক ওডব্লিউএসডি ফেলোশিপ পেলেন দুই বাংলাদেশি নারী

সম্মানজনক ওডব্লিউএসডি ফেলোশিপ পেলেন দুই বাংলাদেশি নারী
সম্মানজনক ওডব্লিউএসডি ফেলোশিপ পেলেন দুই বাংলাদেশি নারী


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আরলি ক্যারিয়ার ফেলোশিপ ২০২৩’ অর্গানাইজেশন ফর ওমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ডের (ওডব্লিউএসডি)
সম্মানজনক পেয়েছেন দুই বাংলাদেশি। দুই বাংলাদেশি হলেন সুনন্দা বৈদ্য ও তাহসিনা ফারাহ সনম। সুনন্দা চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তাহসিনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
(বুয়েট) ইনস্টিটিউট অব অ্যাপ্রোপিয়েট টেকনোলজির সহযোগী অধ্যাপক।
সুনন্দা ও তাহসিনা ছাড়াও উন্নয়নশীল ১৫টি দেশের ২৬ নারী বিজ্ঞানী এবার এ ফেলোশিপ পেয়েছেন। তিন বছর মেয়াদের
এই ফেলোশিপের আওতায় পৃথক গবেষণা প্রকল্পের জন্য প্রত্যেক ফেলো সর্বোচ্চ ৫০ হাজার মার্কিন ডলার করে পাবেন।
ফেলোশিপের অর্থায়ন করছে কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি)।
সুনন্দা জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তাঁর পিএইচডির বিষয় ইমিউনোলজি বা রোগ
প্রতিরোধবিদ্যা। বিশেষ করে সংক্রমণ ও ক্যানসারের বিরুদ্ধে সহজাত প্রতিরোধ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *