‘স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেকে পাস হবে: প্রতিমন্ত্রী

'স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেকে পাস হবে: প্রতিমন্ত্রী


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
‘স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেক উঠবে বলে গণসাক্ষরতা অভিযান আয়োজিত মতবিনিময় সভায়
আশা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
৪ মার্চ বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কোয়ালিটি এডুকেশন এনশিউরিং
টিচার্স এনগেজমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী রুমানা আলী।

প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, আগামী একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে ‘স্কুল মিল প্রকল্প’
পাস হবে। ঝরে পড়া রোধ, এনরোলমেন্ট ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে এ প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাড়ানোর বিষয়টি আলোচনা করা হবে বলেও জানান তিনি। আরও বলেন,
লার্নিং লস ও লার্নিং ঘাটতি পূরণে মন্ত্রণালয়ের কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে
পাঠ্যক্রমকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল সময়োপযোগী করা হয়েছে।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন-সভায় প্রাথমিক শিক্ষা
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শফিউল
আজম প্রমুখ ।

তথ্যসূত্র অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *