হজযাত্রীদের নিয়ে হজের প্রথম ফ্লাইট ছাড়লো

হজযাত্রীদের নিয়ে হজের প্রথম ফ্লাইট ছাড়লো

বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজ
পালনের জন্য সৌদির উদ্দেশে উড়াল দেন ৪১৩ জন হজযাত্রী। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে
ঢাকা ত্যাগ করেন তারা।
সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরব গেছেন ৪১৭ হজযাত্রী। ভোর সাড়ে ৫টায়
এই ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এরপর সকাল ৮টায় ফ্লাইনাস এয়ারের আরেকটি হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।
জানা যায়, আজ ৭টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।‌ এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে।
প্রথম দিনের শিডিউল অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম দিনে সাতটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট দুই হাজার
৭৮৫ জন হজযাত্রীর।
হজ অফিস সূত্র অনুসারে চলতি বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ২১৪ জন নারী-পুরুষ পবিত্র হজ পালন
করতে নিবন্ধন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। সেক্ষেত্রে বলা যায়,
প্রায় ৪০ হাজার হজযাত্রীরই এখনো ভিসা আবেদন বাকি। খোঁজ নিয়ে জানা যায়, হজ কার্যক্রমের উদ্বোধন এবং
হজ ফ্লাইট শুরু হলেও এখনো হজ ভিসা আবেদন করা যায়নি বেসরকারিভাবে নিবন্ধন করা অর্ধেকের বেশি
হজযাত্রীর।

হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘বাড়ি
ভাড়াসহ কিছু কাজ বাকি থাকায় এখনো কিছু হজযাত্রীর হজ ভিসা আবেদন করা যায়নি। এর পরিপ্রেক্ষিতে ধর্ম
মন্ত্রণালয় থেকে সময় বাড়ানোর আবেদন করায় সৌদি সরকার আগামী ১১ মে পর্যন্ত আরেক দফা সময়
বাড়িয়েছে। আশা করছি, এ সময়ের মধ্যে আমরা সব আবেদন সম্পন্ন করতে পারব। ২০২৪ সালের হজে
বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *