হাতল না ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালানোর রেকর্ড

হাতল না ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালানোর রেকর্ড


ছবি :অনলাইন থেকে সংগৃহীত
হাতল না ধরেই ১৩০ দশমিক ২৯ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ এ নিজের নাম লিখিয়েছেন
কানাডার আলবার্টার সাইক্লিস্ট রবার্ট মারে।

সম্প্রতি এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৭ মিনিট। কাজটি করতে গিয়ে তাকে নিজের ভারসাম্য ও ধৈর্যের
পরীক্ষা দিতে হয়েছে।
আলবার্টা প্রদেশের ক্যালগারির আলঝেইমার সোসাইটির জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে সাইকেল চালিয়েছেন রবার্ট।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, রবার্ট শিশুকাল থেকে সাইকেল চালান। তিনি সাঁতারও শিখেছেন। ভোরবেলায়
বোনের সঙ্গে সাইকেল চালিয়ে তিনি সুইমিংপুলে যেতেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রবার্ট বলেন, ‘আমার পরিবারে এই রোগ আছে।
এ কারণে আমি আমার দাদিকে হারিয়েছি। আমার খুব কাছের মানুষদের জন্য অর্থ সংগ্রহ করার পাশাপাশি রেকর্ড ভাঙা,
এটি আমার জন্য ছিল দুবার বিজয়ী হওয়ার মতো। ’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *