ছবি: অনলাইন থেকে সংগৃহীত
এই সময়ের উঠতি চলচ্চিত্র তারকাদের একজন অধরা খান। অভিনয়ের পাশাপাশি তার শখ দেশ-বিদেশে ঘুরে বেড়ানো। অভিনেতাকে
প্রায়ই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায়। এটা বলা যেতে পারে যে সময় পেলে দেশের বাইরে ভ্রমণ করা তার অন্যতম নেশা।
সম্প্রতি দুবাইয়ের মরুভূমিতে আবেদনময়ী চেহারা নিয়ে আলোচনায় আসা এই অভিনেতা ফিরেছেন নতুন সিনেমার শুটিংয়ে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অধরা বলেন, গত ১৬ মে থেকে গাজীপুরের পূবাইলে নতুন একটি ছবির কাজ শুরু করেছি। জাহিদ
হোসেন পরিচালিত সিনেমার নাম ‘ঋতুকামিনী’। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আবদুন নূর শজল। ছবিটির প্রথম
লটের শুটিং চলবে ৫ জুন পর্যন্ত।
ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘ঋতুকামিনী’ ছবির গল্প সম্পূর্ণ ভিন্ন। ছবিতে আমাকে একজন গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে।
প্রজেক্টে আমার ভূমিকা আমার আগের ছবিগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দেখে দর্শকরা
হতাশ হবেন না।”
ছবিতে অধরা ও শজল ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ আরও অনেককে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত