অবশেষে মুখ খুললেন মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা তোলা নিয়ে


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত

কয়েক দিন আগে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এদিকে
নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পর সমালোচনার মুখে পড়েন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। ট্রফির ওপর
পা তুলে রাখা মার্শের একটি ছবি নিয়ে শুরু হয় আলোচনা, তাকে সইতে হয় নিন্দার ঝড়
বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে রেখে ছবি তুলে ভারতীয়দের নিন্দার মুখে পড়েন মার্শ। সমর্থক থেকে শুরু করে
ক্রিকেট তারকারাও তার সমালোচনা করেন। ভারতীয় পেসার মোহাম্মদ শামি বলেছিলেন, ‘আমি অত্যন্ত হতাশ।
যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই; সেই ট্রফির ওপর পা দিয়ে থাকা
কখনোই সমর্থনযোগ্য নয়।’
এদিকে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও মার্শের এক হাত নিয়েছিলেন। তারা বলেন, এত সাধনার ট্রফি জয়ের পর
সেটির ওপর পা তুলে অসম্মান করেছেন মিচেল মার্শ।
অবশেষে এই আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্শ। অস্ট্রেলিয়ান একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া
সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুব বেশি চিন্তা ভাবনা করে এমনটি করেননি তিনি।
মার্শ বলেন, ‘স্পষ্টতই সেই ছবিতে কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি এটি করতে খুব বেশি চিন্তা করিনি,
আমি সামাজিকমাধ্যমে অনেক কিছু দেখি না। যদিও সবাই আমাকে বলেছে যে, এটি ছড়িয়ে গেছে। তাতে তেমন
(অসম্মান) কিছু নেই।’
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *