ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
অস্ট্রেলিয়ার পেসার জ্যাসন বেহরেনডর্ফ অনুশীলন করার সময় পা ভেঙে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেছেন। শুধু তাই
নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়েও শঙ্কা রয়েছে।
গত বৃহস্পতিবার ব্যাটিং অনুশীলনের সময়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। সেই চোট তাকে ছিটকে দিয়েছে
আইপিএল থেকে।
এমনকি অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বেহরেনডর্ফের অবশ্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে সেরে ওঠতে প্রায় আট সপ্তাহ সময় লাগবে তার। যা মুম্বাই
ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কাই বলা যায়।
গত আসরে ১২ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তার পরিবর্তে ইংলিশ পেসার লুক উডকে দলে
নিয়েছে মুম্বাই।
বেহরেনডর্ফের জন্য এই বছরটা যেন দুর্ভাগ্যের। গত বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে
সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি তার।
তা ছেড়ে দিতে হয় মিচেল স্টার্ককে। গত বছর দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে ৫ ম্যাচ খেলে ১৬.৫০ গড়ে আট উইকেট নেন
বেহরেনডর্ফ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত