ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আজ প্রখ্যাত টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন।
অরুণা বিশ্বাস ১৯৮৪ সালে “তিনের পয়সার পালা” নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলি-
নাটক হল জিয়া আনসারী প্রযোজিত “এখন জীবন”। এরপর তিনি নায়করাজ রাজ্জাক পরিচালিত বাপ্পা রাজের বিপরীতে “চাঁপা
ডাঙ্গার বউ” ছবিতে অভিনয় করেন।
এছাড়াও তিনি “অন্নোরকোমের লোজা”, “দোলনচাঁপা”, “বোনের পাপিয়া”, “দৃষ্টিদান”, “শুরে এক ছবি” এবং “বড় দিদি” সহ অনেক
টিভি নাটক পরিচালনা করেছেন।
গত বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অরুণা পরিচালিত প্রথম ছবি ‘ওষম্ভব’। প্রকল্পের বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন অভিনেতা আবুল হায়াত, জোৎস্না বিশ্বাস, খইলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, সাগোতা,
সোহানা শাবা প্রমুখ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত