আজ রাতে পুনঃপ্রচার ইকোপার্কের ‘ইত্যাদি’

আজ রাতে পুনঃপ্রচার ইকোপার্কের ‘ইত্যাদি’

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এ অনুষ্ঠানটি প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসঙ্গতিকে বিদ্রুপ ও
রসময় করে উপস্থাপন করা। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে
স্থান করে নিয়েছে।
৬ সেপ্টেম্বর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ
সংকেত। তারই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় অবস্থিত মধুটিলা ইকোপার্কে ধারণ করা
হয়েছে এবারের পর্ব। ‘ইত্যাদি’র সেই পর্ব আজ রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার করা
হবে।
এছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে হয় দেশে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক
সৌন্দর্যে ঘেরা স্থানগুলোয় গিয়ে ধারণ করা হয় ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান।
জুলাই মাসের শুরুর দিকেই ধারণ করা হয় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব, ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নালিতাবাড়ীতে ধারণ করা অনুষ্ঠানটিতে অংশ নিতে ৫০ থেকে ১০০ কিলোমিটার দূরের উপজেলা থেকেও দর্শকেরা আসেন।
বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চীনের কেন্দ্রীয় টেলিভিশন ভবন, চায়না টাওয়ার ও চীনের
মহাপ্রাচীরের ওপর প্রতিবেদন। শেরপুরের বিভিন্ন দর্শনীয়, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ও প্রত্নসম্পদের ওপর প্রতিবেদন
ছাড়াও এখানকার জিআই পণ্য তুলসীমালা চাল এবং ধান-গবেষক চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজংয়ের ওপর রয়েছে
একটি প্রতিবেদন।
আনন্দ খালেদ, তারিক স্বপন, জামিল হোসেন, জাহিদ শিকদার, সাদিয়া তানজিন, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদ,
সঞ্জীব আহমেদ, সিয়াম নাসির, নিপু, কামাল বায়েজীদ, সাবরিনা নিসা, নাদিয়া হক, সুবর্ণা মজুমদার, মতিউর রহমান, আনোয়ার
শাহী, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, সুজাত শিমুল, তাসনোভা নিঝুম প্রমুখ শিল্পী অংশ নিয়েছেন বিভিন্ন পর্বে। এছাড়া যথারীতি
সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির পর্ব। প্রতিবারের মতো এবারও রয়েছে বিভিন্ন সামাজিক অসংগতি ও
সমাজসংস্কারের ওপর সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এতে সোলায়মান খোকা, জিয়াউল হাসান, সুভাশীষ ভৌমিক,
মাসুম বাশার, জিল্লুর রহমান, শবনম পারভীন, আঞ্জুমান আরা বকুল, আমিন আজাদ, মুকিত জাকারিয়া।
তথ্যসূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *