আড়াই ঘণ্টার সিনেমার মতো ৫ বছরে জনজীবন বদলাতে চান ফেরদৌস

আড়াই ঘণ্টার সিনেমার মতো ৫ বছরে জনজীবন বদলাতে চান ফেরদৌস

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক
ফেরদৌস আহমেদ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে
মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরম
সংগ্রহ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করে ফেরদৌস বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা
করেছি। নিজের ব্যক্তি, পারিবারিক জীবনে কোনো শত্রু নেই। সবাই আমার বন্ধু। নির্বাচনে প্রার্থী
হওয়ার পর থেকে সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’

ঢাকা-১০ আসনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই নায়ক বলেন, ‘আসনটি যে
এলাকার মধ্যে পড়েছে, সেটি দেশ সৃষ্টির সঙ্গে জড়িত। এখানে নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে
আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে।’

রাজনীতিতে হুট করে আগমন নয়, ফেরদৌস বরাবরই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি
করেছেন। তিনি বলেন, ‘গত ১০ বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্বাচনে প্রচার-
প্রচারণার সঙ্গে যুক্ত ছিলাম। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’

তিনি আরও বলেন, সিনেমায় আড়াই ঘণ্টায় একটি জনজীবনে পরিবর্তন নিয়ে আসে নায়ক। সেখানে পাঁচ
বছরে একটি এলাকায় অনেক কিছু করা সম্ভব।

গত রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে
প্রার্থী হিসেবে ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *