আবারও হ্যাটট্রিক রোনালদোর, প্রতিপক্ষের জালে ৮ গোল আল নাসরের

আবারও হ্যাটট্রিক রোনালদোর, প্রতিপক্ষের জালে ৮ গোল আল নাসরের


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত

আবারও হ্যাটট্রিক করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গরবার রাতে সৌদি প্রো লিগে আভার বিপক্ষে
হ্যাটট্রিক করেন তিনি। এতে করে প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।
এর আগের ম্যাচে আল তাইয়ের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

মঙ্গলবার আভার বিপক্ষে ম্যাচের অর্ধেক সময়েই জালে পাঁচ গোল দেয় আল নাসর। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ
তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক। বাকি গোলগুলোর আব্দুল আজিজ আল আলিওয়া করেন জোড়া
গোল, একটি করে করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুলরহমান গারিব।

৬৫তম হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরও পেছনে ফেলে দিলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল উভয়ক্ষেত্রেই
হ্যাটট্রিকের দিক দিয়ে পিছিয়ে মেসি। ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন।
যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সিতে।

অন্যদিকে, রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাটট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল
করেছেন ৫৫ বার।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আভার বিপক্ষে প্রথমার্ধের পাঁচটি গোলেই অবদান রাখেন রোনালদো। নিজের
হ্যাটট্রিক তুলে নেওয়া ছাড়াও বাকি দুই গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেন পর্তুগিজ মহাতারকা।
এদিন ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো।
ম্যাচের ২১তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন ৫ বারের ব্যালন ডি’অরজয়ী। দলের হয়ে তৃতীয় গোলটি করেন সেনেগালিজ
তারকা সাদিও মানে। ৩৩ মিনিটে করা তার এই গোলে বলের যোগান দেন রোনালদো। ৪২ মিনিটে দলের চতুর্থ এবং নিজের
তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। দুই মিনিট পর আল সুলাইহিমের করা গোলেও অ্যাসিস্ট করেন পর্তুগিজ
সুপারস্টার।
বিরতির পর আরও তিন গোল করে আল নাসর। ম্যাচের ৫১তম মিনিটে দলের লিড আরও বাড়ান আব্দুলরহমান গারিব।
এরপর আলআলিওয়া ম্যাচের ৬৩ ও ৮৬তম মিনিটে দলের হয়ে সপ্তম ও অষ্টম গোলটি করেন।

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট
সমান ম্যাচে ৭৪।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *