আমিরকন্যা ইরা জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর আমার জীবন বদলে গিয়েছে

আমিরকন্যা ইরা জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর আমার জীবন বদলে গিয়েছে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ইরা যখন অনেকটাই ছোট, তখনই পথ আলাদা হয়ে গিয়েছিল বলিউড পারপেকশনিস্ট অভিনেতা আমির খান ও স্ত্রী রিনা দত্তের।
মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই কথা বলেন আমিরকন্যা ইরা খান। সেই বিচ্ছেদ নাকি ইরার শিশুমনে প্রভাব ফেলেছিল মারাত্মক।
পুরনো এক সাক্ষাৎকারে সেই কথা জানা যায় আমিরকন্যার কাছ থেকে।
ইরা নিজেই একটা সময় আমির ও রিনাকে জানিয়েছিলেন— তিনি ভালো নেই। আমিরকন্যা বলেছিলেন—বাবা-মাকে বলার পর ওরা
বেশ ঘাবড়ে গিয়েছিল। ওরা আরও ভয় পেয়েছিল। কারণ আমি নেদারল্যান্ডসে থাকতাম। ভেবেছিলাম কলেজ ছেড়ে দেব। তখন বাবাই
আশ্বস্ত করেছিল এবং বুঝিয়েছিল– মানসিক সমস্যা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই।
ইরা বলেন, ২০১৮ সালে বাড়ি ফেরার পর ওষুধ খাওয়া শুরু করি। আমি বুঝতে পারতাম, ওরাও খুব চিন্তায় রয়েছে। তবে ওরা তা
প্রকাশ করেনি, আমার অবস্থার জন্য ওরা নিজেদেরই দায়ী করে। যদিও ওরাও জানত, ওদের নিয়ন্ত্রণে কিছুই নেই। মুখ ফুটে না
বললেও ইরার মানসিক স্বাস্থ্যের জন্য নিজেদেরই দায়ী করতেন আমির ও রিনা।
ইরা বলেন, একদিনে বিচ্ছেদ হয়নি। আর যেদিন বিচ্ছেদটা হলো, আমাদের জীবন বদলে গেল। তারপর থেকে ভালো-খারাপ অনেক
কিছুই ঘটেছে। এমনও অনেক কিছু ঘটেছে, যা হয়তো আমরা জানতামই না। বিচ্ছেদের পর পুরোনো বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম।
৫০ মিটার দূরের একটা বাড়িতে গিয়ে উঠেছিলাম।
১৯৮৬ সালে বিয়ে করেছিলেন অভিনেতা আমির খান ও রিনা দত্ত। ২০০২ সালে ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *